প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১১:২৮ পিএম
পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে
বনানী কবরস্থানে তিনি এ দাবি
জানান।
এ
সময় বনানীস্থ সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের
মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।
সকল
প্রশ্নের অবসানের দাবি জানিয়ে তিনি
বলেন, ‘দেশে জবাবদিহিতার অভাবে
অনেক অঘটন ঘটে যায়।
এ ঘটনায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের মাগফেরাত
কামনা করছি। জাতির চিরজীবন তাদের বীর হিসেবে মর্যাদা
দেবে। সেই সঙ্গে তাদের
এবং তাদের পরিবারকে সেভাবে দেখবে।’
জাপার
চেয়ারম্যান বলেন, ‘পিলখানা হত্যায় তদন্ত হলেও অনেকের মুখে
প্রশ্ন শুনতে পাই। সেগুলো হলো-
এত বড় ঘটনা ঘটে
গেল, হঠাৎ করে হয়নি
নিশ্চয়ই। এর নেপথ্যে কোনো
কারণ ছিল কিনা। এ
ঘটনা গোয়েন্দা সংস্থার লোকেরা কেন আগে থেকে
কাজ করতে পারল না।
কাজ করতে গিয়ে এমন
তথ্য পেয়ে থাকলে তাহলে তারা প্রতিরোধ করার
মতো ব্যবস্থা নিলেন না কেন। এসব
বিষয়ে জনমনে সংশয় ও বেদনা তৈরি
করে।’
এনএম/ডা