গাজী ফারহাদ, সাতক্ষীরা প্রতিনিধি
নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত শিবিরের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জামায়াত নেতা জামশেদ আলম তার ছেলে জুবায়ের এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারী খোরশেদ আলম।
আটককৃতদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে। (২৩ ফেব্রুয়ারি) বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর থানার এসআই তন্ময় দেবনাথ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় বিএনপি জামায়াতে ৮ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫জনকে আসামী করা হয়েছে। মামলা নং-৭১ (২৪/০২/২২)।
মামলায় অভিযোগ আনা হয়েছে (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের মিলবাজার সংলগ্ন সড়কে অভিযুক্তরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা ও সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছিল, যা দেশবিরোধী।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির মামলার বিবরণে জানান, আটককৃদের কাছ থেকে জামায়াতে ইসলামের ইতিহাস নামক বই ০১টি) (৪) স্মরণিকা অমলিন নামক সেই ১৯ (গ) ইমাম ইবনে তাইমিয়ার সংঘামী জীবন নাম ০১টি, (ঘ) নাম ও অন্যান্য মতবাদ বই ০১টি, (৫) দাওয়াতে দীন ও তার কর্মপন্থা নামক বই ০১টি, (চ) গীবত নামক এই ০১টি, (ঘ) কারাগারে রাতদিন, (গ) ইসলামে মানবাধিকার নামক বই ০১টি, (ক) শরীয়তী রাষ্ট্রব্যবস্থা (ধ)ইসলামী সমাজ বিপ্লবের পথ (ট) ইসলামের স্বর্ণয়াুগে সামাজিক ন্যায়নীতি নামক বই ০১টি, (ফ) নিইন্ডিয়ান (৫) যুবসমাজের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন নামক বই ০১টি (১) ইসলামী সংগঠন নামক বই ০১টি, (গ) একটি কলো রঙের ডাইরি যাতে জামায়াতে ইসলামের বিভিন্ন সংগঠন পরিচালনার কর্মপদ্ধতি দেখা আছে, (৩) ০৮টি বাশের পাঠি, যাহা লম্বা অনুমান ৪০ ইঞ্চি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, সরকার কর্তৃক মদের উন্মুক্ত লাইসেন্স দেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে ইসলামবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত (২৩ ফেব্রুয়ারি) বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহর জামায়াতের আমীর ওমর ফারুকের নেতৃত্বে সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন