• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৮:৫৯ পিএম

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সময় তিনি বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। পরদিন ২১ ফেব্রুয়ারি সকাল টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

তিনি আরও বলেন, ‘ওইদিন সকাল টায় বলাকা সিনেমা হলের সামনে বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হবেন। কালো ব্যাচ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে শহীদ মিনারের অভিমুখে যাত্রা এবং শহীদ মিনার বেদীমূলে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।

নূর/ফিরোজ

আর্কাইভ