• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সরকারি বিধিনিষেধ না মেনেই আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১০:২১ এএম

সরকারি বিধিনিষেধ না মেনেই আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

সিটি নিউজ ডেস্ক


করোনা মহামারিতে সরকারের দেয়া বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন করেছে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ট্রাকে সম্মেলনে যোগদান করেন। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, মাস্কও পরতে দেখা যায়নি নেতাকর্মীদের।

শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতান, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল ইসলাম রিপুসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক তালেবুল ইসলামকে পুনরায় সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা করে কেন্দ্রীয় কমিটির নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী জানান, বিধিনিষেধ মেনেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতালব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘জনসমাগম নিঃসন্দেহে সংক্রমণ বৃদ্ধি করবে। তবে করোনা সংক্রমণের হার অনেক কমে এসেছে। প্রশাসনিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখবেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ জানান, সরকারি নির্দেশনায় ১০০ জন লোক নিয়ে সমাবেশের নির্দেশনা রয়েছে। সে হিসেবে বিধিনিষেধ মেনে আওয়ামী লীগের সম্মেলন করতে বলা হয়েছে। সম্মেলন নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সাজেদ/ফিরোজ

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ