• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

‘বিএনপিকে আবারও বৈঠকে বসার আহ্বান জানানো উচিত’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১০:২৯ পিএম

‘বিএনপিকে আবারও বৈঠকে বসার আহ্বান জানানো উচিত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সঙ্গে বিএনপির বৈঠকে বসা উচিত। একই সঙ্গে সার্চ কমিটিরও উচিত হবে বড় দল হিসেবে বিএনপিকে আবারও বৈঠকে বসার আহ্বান জানানো।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের সেমিনার কক্ষে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার নিয়োগে কাজ করছে সার্চ কমিটি। তবে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে না বসে ঠিক করেনি। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। বিএনপি রাজপথে দাবি-দাওয়া আদায়ে আন্দোলন করবে, সেটা তাদের অধিকার।

এর আগে দুপুরে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি। ওই বৈঠকে অংশ নেন জাফরুল্লাহ চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। গত জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নূর/ডাকুয়া

আর্কাইভ