• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ১১:১৪ পিএম

মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। চারপাশ থেকে প্রতিদিনই আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। প্রাণঘাতী ভাইরাসটিতে এবার আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

তিনি জানান, আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৮ জানুয়ারি শারীরিক অসুস্থতা অনুভব করায় আলোক হেলথকেয়ার সেন্টারে তিনি কোভিড টেস্ট করতে দেন। পরে আজ বৃহস্পতিবার টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। যুবলীগ সাধারণ সম্পাদক দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

নূর/এম. জামান

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ