মির্জা রুমন
চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে সবার আগ্রহের কেন্দ্রে রয়েছেন দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীকের তৈমূর আলম খন্দকার। তৈমূর কিছুদিন আগেই বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। নির্বাচনে নিজেদের ভোট দিয়েই এই দুই মেয়র প্রার্থীর বক্তব্য লক্ষাধিক ভোটের ব্যবধানে জিততে চান তারা। যদিও জয় হবে একজনেরই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। নিজের ভোট দেয়া শেষে এ নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতার আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আপাতত, ভোটের পরিবেশ ভালো দেখছি। কেবল তো ভোট শুরু। চূড়ান্তভাবে বলা যাবে ভোট শেষের পর। আল্লাহ রহমতে, ভোট সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে আমি জিতব।’
রোববার সকাল পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ভোট দেয়ার পর তিনিও সাংবাদিকদের বলেন, ‘আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতব।’
সে সময় তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগেই নারায়ণগঞ্জের মানুষ আমাকে বেছে নিয়েছে। ইতোমধ্যে তারা কাকে ভোট দেবে সেটা নির্ধারণ করে নিয়েছে। ইনশাআল্লাহ নৌকা জয়যুক্ত হবে। গণজোয়ারের জয় হবেই হবে। তবে, আমি বলি এবারের নির্বাচন যদি নিরপেক্ষ হয় ইনশাআল্লাহ নৌকা প্রতীকের জয় হবেই।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ভোটাররা সবাই যাতে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য খুব সুন্দর নির্বাচনী পরিবেশ রয়েছে। আমি নারায়ণগঞ্জ শহরের সবার কাছে আমার জন্য ভোট চাই। কারণ এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।’
চলমান নির্বাচনের বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে এ পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।’ রোববার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্ট আছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি। ভোটগ্রহণ নিয়ে কোনো মেয়র বা কাউন্সিলর প্রার্থী লিখিত বা মৌখিক অভিযোগ করেননি।’
তবে এই নির্বাচনে এখন পর্যন্ত বেশ কিছু অসঙ্গতির কথা উল্লেখ করেছেন বিভিন্ন প্রার্থী ও ভোটাররা। নৌকার মেয়র প্রার্থী আইভী জানিয়েছেন, ইভিএমের জন্য ভোটগ্রহণ একটু ধীরগতির হচ্ছে। এ ছাড়া সকালে ভোট শুরুর পর নগরীর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে না দেয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন ভোটার। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ করেছেন, সোনাকান্দা এলাকায় তার সমর্থক যুবদল নেতা মনোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ১৬নং ওয়ার্ডের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি এই অভিযোগ করেন।
এদিকে, বিদায়ের আগে একটি ভালো নির্বাচন দেখে যেতে চান বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট কেমন হচ্ছে- এ ব্যাপারে কোনো কথা আমি এখন বলব না। সময়টা শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কিছু আমি বলতে পারি না। বলব ভোটের টাইমটা উত্তীর্ণ হওয়ার পর। ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি।’
নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী। এর আগে দুবার নাসিকের মেয়র নির্বাচিত হন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন দেয়াল ঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস হাতঘড়ি এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এ ছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ১১১ জন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন চারজন।
রুমন/ডা
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন