• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

‘ফলাফল যাই আসুক আ.লীগ মেনে নেবে’

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৭:৫০ পিএম

‘ফলাফল যাই আসুক আ.লীগ মেনে নেবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃষিমন্ত্রী . আব্দুর রাজ্জাক বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ফলাফল যাই আসুক আওয়ামী লীগ তা মেনে নেবে। এতে হারলেও সরকারের কোনো ক্ষতি হবে না।

রোববার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘সরকারের গ্রহণযোগ্যতাকে কোনো অবস্থাতেই বিলীন হতে দেয়া যাবে না। তবে, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটা সরকার চায়। এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেটাই সরকারের চাওয়া। আওয়ামী লীগ প্রার্থী হারলেও জনগণ যাতে বিজয়ী হয়।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন আইন না হওয়াটা সব সরকারের একটা দুর্বল দিক। আইন হওয়া উচিত ছিল। সেটা হলে এখন এত বিতর্ক হতো না। তবে, আইন না হলেও নির্বাচন কমিশন গঠন নিয়ে সে সার্চ কমিটি গঠন হবে সেটা নিরপেক্ষ হবে। রাষ্ট্রপতি কোনো দলের নয়, রাষ্ট্রের। যারা নির্বাচন কমিশনার হন। তারা চাইলেই নিরপেক্ষ থাকতে পারেন।

নূর/ডা

আর্কাইভ