• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

‘কোনো পদ-পদবি পাওয়ার জন্য রাজনীতিতে আসি নাই’

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৮:৫৮ পিএম

‘কোনো পদ-পদবি পাওয়ার জন্য রাজনীতিতে আসি নাই’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান বলেছেন, ‘কোনো পদ-পদবি পাওয়ার জন্য রাজনীতিতে আসি নাই। বঙ্গবন্ধু পরিবারের প্রতি সম্মান ভালোবাসা রেখে রাজনীতি করছি।

সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমাদের নৌকার বাইরে যাওয়ার কেনো সুযোগ নেই। এখানে নৌকার জয় হবেই। কেউ নৌকাকে হারাতে পারবে না।

তিনি বলেন, ‘নানাভাবে আওয়ামী লীগের ক্ষতির চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় পরিবার। এর মধ্যে রাগ-অভিমান থাকবেই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি- আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আমাদের আপা না। তিনি এখন সারা বাংলাদেশের আপা। তিনি যদি পাহাড় সমান কষ্ট সহ্য করতে পারেন, আমরা কেন পারব না।’

আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম জানিয়ে তিনি বলেন, ‘আমরা যখন জাগব অন্যরা তখন ঘুমাবে। আমাদের রক্ত মুক্তিযোদ্ধার রক্ত। বঙ্গবন্ধু আমাদের শেষ ঠিকানা। আমি কারও সামনে মাথা নত করি না। আমি নিজেই ঝড়। এই ঝড় কারও সামনে মাথা নোয়ায় না।’

গডফাদার প্রসঙ্গে তিনি বলেন, ‘কারও ইচ্ছা হলে গডফাদার বলে, বলতে পারে। কেউ ব্রাদার বলতে চাইলে বলতে পারেন। আবার ফাদার বললে বলতে পারেন, তবে মাদার বলেন না। তবে কে কী বলল আমি কেয়ার করি না। কেউ কিছু বলে শান্তি পেলে বলুক, বলতে দেন। আমি নীলকণ্ঠের মতো, সব হজম করতে পারব।‘

তিনি আরও বলেন, ‘এখন আমার অবস্থা গরিবের ভাবীর মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার। নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হব, জানতে চাই।’ 

শামীম ওসমান বলেন, ‘ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না। দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিল। নির্বাচন ধমক দিয়ে হয় না। একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ-অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে। এই ঘাঁটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের। জয় আমাদের হবেই।’

নূর/এম. জামান

আর্কাইভ