• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

'সাম্প্রদায়িক অপশক্তিকে সরকার কঠোর হস্তে দমন করে'

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৭:২২ পিএম

'সাম্প্রদায়িক অপশক্তিকে সরকার কঠোর হস্তে দমন করে'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে সরকার তা কঠোর হস্তে দমন করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ। সময় তিনি বলেন, ভবিষ্যতে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিলে তাদেরও কঠোর হস্তে দমন করা হবে।

বুধবার (২৬ মে) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা সম্প্রীতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ সম্প্রীতির দেশ। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে। তবে একটা অপশক্তি মানুষকে বিভ্রান্ত করে। আমরা তাদের কঠোর হস্তে দমন করেছি। সামনেও দমন করব। তারাই কাজটি করে, যারা নিজেদের বাঙালি পরিচয় না দিয়ে বলে- আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান। আমরা বাঙালি এটা আমাদের প্রথম পরিচয়, তারপরও ধর্মীয় পরিচয়।

বাংলাদেশ বৌদ্ধ সংস্কৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি . উত্তম কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বৌদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা কমিটির আহ্বায়ক গৌতম বড়ুয়া অপু প্রমুখ।

/ওবায়েদ

আর্কাইভ