• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয় : নানক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৫:২১ এএম

সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে নয় : নানক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, 'তৈমূরের অব্যাহতিতে আত্মতৃপ্তি পাওয়ার কিছু নেই। কারণ সাপকে বিশ্বাস করা যায় বিএনপিকে বিশ্বাস করা যায় না।'

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে এক সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ আছেন। সিটি নিবার্চনে দলীয় ভেদাভেদ ভুলে সাবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করছেন।

সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নানক বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সমর্থনে আমরা জয়লাভ করতে চাই। আমরা চাই আমাদের মাঝে যে দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু সেই প্রতিযোগিতা দলের বিভেদ সৃষ্টি করলে তারা দলের মানুষ হতে পারেন না। দলকে যারা ভালোবাসেন, আদর্শগত নেতা বা কর্মী যারা, দল যে সিদ্ধান্ত নেবে, শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ অনেকে।

অর্ণব

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ