• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন দমনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৯:৫৭ পিএম

বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন দমনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে সমাবেশগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ ও সরকার। তাই বিভিন্ন পদ্ধতিতে, কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনও দলীয় নেতাকর্মীদের দিয়ে আক্রমণ করে আন্দোলন দমন করার চেষ্টা চলছে।

রোববার (২ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, ‘এটাও প্রমাণিত হয়েছে দেশের মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে আমরা সারা দেশে গণ-অনশন, দেশের ৩২টি জেলা ও মহানগরে সমাবেশ করেছি। এই সমাবেশগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বিগ্ন হয়ে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে। বিভিন্ন পদ্ধতিতে কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনও দলীয় নেতাকর্মীদের দিয়ে আক্রমণ করে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে ভয়াবহ যে কাজটি করেছিল হবিগঞ্জে, সেখানে ছাত্রদলের কয়েকজনের চোখ নষ্ট হয়ে গেছে। একইভাবে পটুয়াখালীতে হামলায় ৩৫ জন আহত হয়েছে, নওগাঁয় সভা করতে দেয়নি। ফেনীতে ১৪৪ ধারার মধ্যে সমাবেশ হয়েছে এবং যশোরেও ১৪৪ ধারা ভঙ্গ করে সভা হয়েছে। একইভাবে ঠাকুরগাঁওয়ে মঞ্চ বন্ধ করে দেয়া হয়েছিল। পরে সভা হয়েছে।’

তিনি বলেন, ‘গাজীপুর ও টাঙ্গাইলে গাড়ি বন্ধ করে দিয়ে নেতাকর্মী-সমর্থকদের আসতে বাধা দেয়া হয়েছে। সবশেষ সিরাজগঞ্জে সন্ত্রাসী কার্যক্রম করা হয়েছে। সেখানে অসংখ্য মানুষকে হতাহতের মধ্যে দিয়ে সমাবেশ পণ্ড করতে চেয়েছিল। কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে সমাবেশ সফল হয়েছে।

জেডআই/এম. জামান

আর্কাইভ