• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া কোনো পরিত্রাণ নেই : নুর

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০১:৩৫ এএম

রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া কোনো পরিত্রাণ নেই : নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, 'দেশে নৈরাজ্য বন্ধে রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে কোনো পরিত্রাণ নেই।’

শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ বিবৃতি দেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও বিমানের টিকিটের মূল্য কমানোর দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গণঅধিকার পরিষদ।

নুর বলেন, ‘দেশে যে নৈরাজ্য চলছে, এ নৈরাজ্য ঠেকাতে রাজপথে রক্ত দেয়া ছাড়া, রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া, শান্তিপূর্ণভাবে কোনো পরিত্রাণ নেই। এরা সমস্ত পথকে বন্ধ করেছে, এরা জোর করে ক্ষমতায় আছে। কাজেই আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের রক্ত দেয়ার জন্য রাজপথে নামতে হবে। সুশাসন ছাড়া এ নৈরাজ্য বন্ধ হবে না।

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়- উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে বিধি ব্যবস্থা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এরা যতদিন থাকবে, ততদিন ছাত্র-শিক্ষক প্রবাসী কেউ রেহাই পাবে না।’

সবাইকে নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে জানিয়ে নুরুল হক বলেন, ‘দেশটা একটা নৈরাজ্যের মধ্য দিয়ে চলছে। কক্সবাজারে স্বামীর সামনে তুলে নিয়ে গণধর্ষণ করা হচ্ছে, ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির একজন ছাত্রকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদ করতে আবার পুলিশ বাধা দিচ্ছে। জয়পুরহাটে ছাত্রদের এক নেতাকে ছাত্রলীগের এক নেতা কুপিয়ে মেরে ফেলেছে। এই অবস্থা থেকে উত্তরণ চাই।’

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবা পেতে হলে মানুষকে পথে পথে ভোগান্তির স্বীকার হতে হয়। এর কী কোনো উত্তরণ ঘটছে? দীর্ঘদিন ধরে একই চিত্র আমরা দেখে আসছি। তাই আমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে যেখানে অন্যায় দেখবেন সেখান থেকেই প্রতিবাদ করতে হবে।

মানববন্ধন থেকে নুর বিমানবন্দরে অব্যবস্থাপনা বন্ধ ও প্লেনের টিকিটের দাম বিবেচনা করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন। অন্যথায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে জানানো হয়।

অর্ণব/ডা

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ