• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জনগণকে সত্য ভুলিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে : নজরুল

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ১০:০৪ পিএম

জনগণকে সত্য ভুলিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে : নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'জনগণকে সত্য ভুলিয়ে দেয়ার অপচেষ্টা করছে সরকার।'

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে মহান বিজয় দিবস উপলক্ষে  স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে বাংলাদেশে যিনি প্রথম বলেছিলেন, ‘‘উই রিভোল্ড, আমরা বিদ্রোহ করলাম।’ সেই মানুষটার নাম মেজর জিয়াউর রহমান। তার কণ্ঠেই প্রথম আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি রেডিওতে। কেউ এখন আইন করে কিংবা কোনো আদালত রায় দিয়ে যদি আমাকে বলে যে, তুমি নিজের কানে যা শুনেছো সেটা বিশ্বাস করো না। আমি কি করে তা মানব?’  

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব যদি ক্ষেত্র প্রস্তুত না করত তাহলে তো যুদ্ধে করে আমরা জনগণের সমর্থন পেয়ে বিজয়ী হতে পারতাম না। সেই সময়ে সারা দুনিয়ার যারাই আমাদের সহযোগিতা করেছে, সমর্থন জানিয়েছে তারা সবাই আমাদের শ্রদ্ধা পাওয়ার যোগ্য। সেই সময়ে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, এমনকি যারা কিছু করতে পারেন নাই আমাদের জন্য দোয়া করেছেন তাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে।’

শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে এই মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীসহ সব সেক্টর কমান্ডার, ফোর্সেস কমান্ডার, সাব সেক্টর কমান্ডার, যারা সৈনিক ছিলেন, যারা সহযোগী ছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’


বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে সেলিমা রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।


অর্ণব/ডা

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ