• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজধানীতে আ.লীগের বিজয় র‌্যালি শুরু

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৯:৪৫ পিএম

রাজধানীতে আ.লীগের বিজয় র‌্যালি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় র‌্যালির আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে।

রাজধানীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা লাল সবুজের সাজে অংশ নিয়েছেন অনেকেই। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে মঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, হাছান মাহমুদ, ডা. দীপু মনি, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামসহ অন্য নেতারা।

বিজয় র‌্যালি উপলক্ষে পুরো এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। বিকল্প সড়কে যাচ্ছে যানবাহন। এই র‌্যালি যাবে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে।

জেডআই/ডা

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ