• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রোজিনা ইসলামের জামিনের রায় ফরমায়েশি : ফখরুল

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৬:৫৪ পিএম

রোজিনা ইসলামের জামিনের রায় ফরমায়েশি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিনকে ফরমায়েশি রায় বলে অভিহিত করেছে বিএনপি।

রোববার (২৩ মে) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিমত ব্যক্ত করেন।

তিনি  বলেন, বিচার ব্যবস্থা এখানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। যে আইনে তাকে (রোজিনা ইসলাম) গ্রেফতার করা হয়েছে সেই আইন কিন্তু জামিনযোগ্য। সেই ব্রিটিশ আমলের এই আইন তারা নিয়ে এসে প্রয়োগ করেছে সেটা প্রয়োগই হয়নি। এটাতে জামিনযোগ্য সেকশন আছে। সেখানে তো আপনি জামিন দিচ্ছেন না, এক দিন এক দিন করে পেছাচ্ছেন। কার কাছ থেকে নির্দেশ আসে তার জন্য অপেক্ষা করতে করতে আপনি জামিন দিলেন এই শর্তে যে, বিদেশে যেতে পারবে না এবং হাজার টাকা জামানত। কেন বিদেশ যেতে পারবে না? এই রায় অবশ্যই ফরমায়েশি রায় বলে আমরা মনে করি।

রোববার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।

গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে সাংবাদিক রোজিনা ইসলামকে ঘণ্টা আটকে রেখে রাতে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন বুধবার মহানগর আদালতে শুনানির পর জামিন এবং রিমান্ড আবেদন নাকচ করে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

সাংবাদিকদের বর্তমান অনৈক্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আমি আগেও বলেছি, আজকেও বলছি- আপনাদের দুর্বলতার জন্য এগুলো হচ্ছে। ইউ আর নট ইউনাইটেড। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারছেন না। আপনারা আগে যেভাবে নিজের স্বার্থের জন্য দাঁড়াতেন সেই স্বার্থের জন্য আজকে আপনারা ইউনাইটেডলি দাঁড়াতে পারেন না।

কালকে দেখলাম রোজিনার ঘটনায় নেগোসিয়েট করা হচ্ছে। কে নেগোসিয়েট করছেন? আপনাদের  ইকবাল সোবহান চৌধুরী সাহেব। তিনি কী করেছিলেন সাংবাদিক সাগর-রুনির হত্যার আন্দোলনের সময়ে? আন্দোলনের কয়েকদিন পরে উনি অ্যাডভাইজার হয়েছিলেন। তারা যদি আজকে আপনার নেগোসিয়েট করে সরকারের সাথে, যারা একেবারে লেজুড়ভিত্তি করে- তাহলে এর চেয়ে রেজাল্ট কী পাবেন?

মির্জা ফখরুল বলেন, এখন বিচার ব্যবস্থা সরকার কী বলে না বলে তার ওপর নির্ভর করে। আমরা এই কথা বহুবার বলেছি, সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। সরকার পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণ করছে, এটা দলীয়করণ হয়ে গেছে।

সেই কারণে আজকে এটা (রায়) হচ্ছে, কথাটা জন্য আসছে এবং আপনাদের এটা নিজেদের অনুধাবন করা উচিত- ফর এক্সিসট্যান্স অব ফ্রি মিডিয়া। নির্ভয়ে কাজ করার জন্য আপনাদের ঐক্য প্রয়োজন।

আইএম/নূর/এম. জামান

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ