• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৬:১৬ পিএম

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উদযাপনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে এসব কর্মসূচি পালিত হবে।

রোববার (২৩ মে) বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আছে- ২৯ মে বিকেল সাড়ে ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা এবং ৩০ মে ভোরে কেন্দ্রীয় মহানগর-জেলা-উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ।

৩০ মে শাহাদতবার্ষিকীর দিন ঢাকা মহানগরসহ জেলা-উপজেলা-পৌরসভায় দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল দুস্থদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বস্ত্র বিতরণ করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

বিএনপি ছাড়াও দলের সব অঙ্গসংগঠন নিজস্ব নিয়মে সমন্বয় করে কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

১৯৮২ সালের ৩০ মে চট্টগ্রামে সার্কিট হাউজে এক সেনা বিদ্রোহে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।

আইএম/নূর/এম. জামান

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ