• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির কর্মসূচি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৯:২০ পিএম

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ৮ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। চিকিৎসকরা সবাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তা বিদেশে নেয়ার প্রয়োজন। সরকার চায় না খালেদা জিয়া বেঁচে থাকুক, তাই তাকে বিদেশে নেয়ার সুযোগ দিচ্ছে না। সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘২৫ তারিখ যুবদল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ২৬ তারিখ সারা দেশে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া, ২৮ তারিখ স্বেচ্ছাসেবক দল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করবে। ৩০ তারিখ বিভাগীয় শহরগুলোতে সমাবেশ, ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন, ৩ তারিখ কৃষক দলের মৌন মিছিল।’ প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে বলে জানান বিএনপি মহাসচিব।

জেডআই/ডাকুয়া

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ