• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

খালেদা জিয়া বাসায় ফিরছেন বিকেলে

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৬:৪৯ পিএম

খালেদা জিয়া বাসায় ফিরছেন বিকেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকেলে বাসায় নেয়া হবে। শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কিছুটা সুস্থ বোধ করায় তাকে বাসায় নেয়া হচ্ছে। রোববার (৭ নভেম্বর) দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তার বাসায় ফেরার এ তথ্য জানান।

বিএনপি সূত্রে জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৩টায় হাসাপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া।

গত ১২ অক্টোবর ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দিলে কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন। এর আগে করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ তার ছয় মাসের সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর আরও তিন দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার।

জেডআই/ডাকুয়া

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ