• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

ব্যাংককে নেওয়া হচ্ছে সঙ্কটাপন্ন রওশন এরশাদকে

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ১১:০৫ পিএম

ব্যাংককে নেওয়া হচ্ছে সঙ্কটাপন্ন রওশন এরশাদকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ব্যাংককে নেয়া হচ্ছে। শুক্রবার (৫ নভেম্বর) রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে যাচ্ছেন ছেলে সাদ এরশাদ এমপি ও পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যরা। শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

সাদ এরশাদ বলেছেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শে আম্মাকে (রওশন এরশাদ) আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওনার শারীরিক অবস্থা একেবারে ভালো বা আবার একেবারেই খারাপ বলা যাচ্ছে না। একজন বৃদ্ধ মানুষ যেসব রোগে ভোগেন, তিনিও সেসব রোগে ভুগছেন। তিনি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন, দেশসেবায় নিয়োজিত হতে পারেন, সেজন্য দেশবাসীর দোয়া চাই।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি দেখতে পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়। যেখানে ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল ২০০ এর বেশি।

তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৬ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছিল। গত ২৫ আগস্ট অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। আবারও অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তার ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমেছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। মাঝে মাঝে চোখ খুলেছেন। তবে, বেশ দুর্বল তার শরীর।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ