• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

‘বেগম খালেদা জিয়া অত্যন্ত উচ্চ মানসিকতার নেত্রী’

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০২:২৪ পিএম

‘বেগম খালেদা জিয়া অত্যন্ত উচ্চ মানসিকতার নেত্রী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত উচ্চ মানসিকতার একজন নেত্রী বলে উল্লেখ করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি অত্যন্ত উচ্চ পর্যায়ের একটি অসাম্প্রদায়িক দল।

শনিবার (১৬ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন মির্জা আব্বাস। দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল।

খালেদা জিয়ার প্রসংসা করে মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯২ সালে প্রথমবার ক্ষমতায় আসে বিএনপি। তখন বেগম জিয়া খুব সুন্দরভাবে আমাদের দেশের মুসলমানদের ধৈর্য ধারণ করতে বলেছেন। তাই এটা প্রমাণিত বিএনপি অত্যন্ত উচ্চ পর্যায়ের একটি অসাম্প্রদায়িক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত উচ্চ মানসিকতার একজন নেত্রী।

খালেদা জিয়ার সঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার নেত্রী বেগম খালেদা জিয়া একদিন রাতে হঠাৎ আমাকে ফোন দিয়েছিলেন। জানতে চাইলেন আব্বাস কি করছেন? আমি বললাম, ম্যাডাম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তিনি আমাকে বললেন ঘুমালে তো চলবে না। আপনি কিছু শোনেননি? আমি বললাম না ম্যাডাম। তিনি বললেন- ভারতে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে। আপনি যান, আপনার এলাকার মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করুন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন। ছাড়াও বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবেক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।

নূর/ডাকুয়া

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ