• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

‘এই সরকারের আমলের উন্নয়ন ইতিহাসযোগ্য’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:০৭ পিএম

‘এই সরকারের আমলের উন্নয়ন ইতিহাসযোগ্য’

দেশজুড়ে ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম মান্নান বলেছেন, ‘এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামগঞ্জে সড়ক, সেতু-কালভার্টে ভরপুর; যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। এসব উন্নয়ন অব্যাহত থাকবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হাওরবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরদ বেশি। তিনি আমাকে সব সময়ই জিজ্ঞেস করেন- সুনামগঞ্জের মানুষ সরকারের সুবিধা পাচ্ছে কি না, তাদের উন্নয়ন হচ্ছে কি না। হাওরবাসীর কথা চিন্তা করেই শেখ হাসিনা টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার নারীবান্ধব। এই সরকার নারীদের খুব সম্মান করেন। শেখ হাসিনা হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজ আপনাদের মাঝে যে টিউবওয়েল স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হচ্ছে, তার যথাযথ ব্যবহার রক্ষণাবেক্ষণ করবেন।

নূর/এম. জামান

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ