প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৬:০৫ পিএম
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর
রাজ্জাক বলেছেন, ‘বিএনপিকে আন্দোলনের নামে দেশে রাজনৈতিক
অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টি
করতে দেওয়া হবে না।’
রোববার
(১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড
ম্যানেজমেন্ট (বিআইজিএম) মিলনায়তনে পলিসি এনালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সেমিনার ও সনদ বিতরণী
অনুষ্ঠানে তিনি এসব কথা
বলেন।
মন্ত্রী
বলেন, ‘কোনোভাবেই বিএনপিকে আন্দোলনের নামে সন্ত্রাস, গাড়িতে,
ঘরবাড়িতে আগুন ও জীবন্ত
মানুষকে আগুনে পুড়িয়ে মারাসহ অস্থিতিশীলতা ও অরাজকতা করতে
দেওয়া হবে না। দেশের
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অত্যন্ত সক্ষমতা অর্জন করেছে। একই সঙ্গে, রাজনৈতিকভাবে
কঠোর হাতে তাদের মোকাবিলা
করা হবে।’
বিআইজিএম
অর্থ বিভিাগের স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট
প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ পরিচালনা
করছে।
নূর/এম. জামান