• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মোদি কি নির্বাচনের প্রচারণা চালাতে আসছেন, প্রশ্ন ফখরুলের

প্রকাশিত: মে ৫, ২০২১, ০৯:৫৪ পিএম

মোদি কি নির্বাচনের প্রচারণা চালাতে আসছেন, প্রশ্ন ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন এ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখানে ভারতের প্রধানমন্ত্রী কি সুবর্ণজয়ন্তী উদযাপন করতে আসছেন, নাকি পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রচারণা চালাতে আসছেন?

মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আহত বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

মির্জা ফখরুল বলেন, আগামী ২৬ মার্চ নরেন্দ্র মোদি আসবেন, আমরা সব সময় দেশি-বিদেশি বন্ধুদের স্বাগত জানাই কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, সরকার সুবর্ণজয়ন্তী পালন করছে জনগণকে বাদ দিয়ে জনগণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সরকারের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই এমনকি রাজনৈতিক দলগুলোর কোনো অবস্থান নেই শুধু বিদেশি মেহমানদের নিয়ে এসে দেখানো হচ্ছে, বলানো হচ্ছে উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে

তিনি আরও বলেন, সুবর্ণজয়ন্তীতে বিদেশি মেহমানরা আসছেন, এই কারণ দেখিয়ে আমাদের কর্মসূচিগুলো বন্ধ করে দিয়েছে সরকার মানুষের চলাচলে সম্পূর্ণ বাধা সৃষ্টি করা হয়েছে

ওএফ/এম. জামান/২৩ মার্চ/২০২১

আর্কাইভ