• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ডিবি পরিচয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০২:৫৪ এএম

ডিবি পরিচয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি। সোমবার (২৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে তিনি বলেন,  ‘ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে রাত ১০টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের কোনো হদিস দিচ্ছে না। এটি ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।’

অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মিডনাইট নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দল শূন্য না করলে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা যাবে না। তাই বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। ছাত্রদলের এই তিন নেতাকে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্য প্রণোদিত ও বিপজ্জনক কোনো কিছু ঘটার ইঙ্গিত দেয়।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, অশান্তি ও গভীর শঙ্কার মধ্যে দিন যাপন করছে। এই তিন ছাত্রদল নেতা নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’

ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাবেক সহ-সভাপতি মারজুক আহমেদ জানান,  ‘যাত্রাবাড়ীর কাজলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমিকেও নিয়ে যায়। এখন পর্যন্ত পুলিশ আটকের কথা স্বীকার করেনি।’

ইফাত
আর্কাইভ