এক সময় বিশ্বে হংকং কিংবা সাংহাইয়ে জীবনযাপন অনেক ব্যয়বহুল ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই সব ধারণা বদলাতে থাকে। কারণ অর্থনৈতিক অবস্থার উত্থান-পতনের সঙ্গে নানা বিলাসবহুল জিনিসের মূল্য নির্ভর করে। এদিকে সম্প্রতি বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে জুলিয়াস বেয়ারের গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল-২২ এর রিপোর্ট। সংস্থাটি মূলত শহরের বাড়ি-গাড়ি, বিমানের টিকিটের দাম, উচ্চ শিক্ষার খরচ ও বিলাসবহুল অন্যান্য জিনিসের দামের ভিত্তিতে সমীক্ষা চালানো হয়।\r\n\r\nসিএনবিসি নিউজের প্রতিবেদনে দেখা গেছে, চীনা মেগাসিটি ২০টি বিলাসবহুল আইটেমের মধ্যে ১৬টিতে বড় মূল্য বৃদ্ধিতে টানা দ্বিতীয় বারের জন্য রেকর্ড করেছে। সাংহাই এখনো প্রথম স্থানে থাকলেও টোকিও আর দ্বিতীয় স্থানে নেই। তারা এখন অষ্টমে।\r\n\r\nব্যয়বহুল শহরের তালিকায় তাইপেই (৩য়), হংকং (৪র্থ) এবং সিঙ্গাপুর (৫ম) রয়েছে। তালিকায় দ্বিতীয়তে রয়েছে লন্ডন। তবে তালিকায় শীর্ষ দশের মধ্যে আমেরিকার কোনো শহর নেই।\r\n\r\nপ্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ ধনীদের জন্য আমেরিকা তুলনামূলকভাবে সাশ্রয়ী। তবে তালিকায় একাদশে জায়গা করে নিয়েছে নিউ ইয়র্ক শহর।
এক সময় বিশ্বে হংকং কিংবা সাংহাইয়ে জীবনযাপন অনেক ব্যয়বহুল ছিল
আপনার মতামত লিখুন :