• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘নভেম্বরের মধ্যে আসবে সিনোফার্মের ৬ কোটি ডোজ টিকা’

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৪:৩৯ পিএম

‘নভেম্বরের মধ্যে আসবে সিনোফার্মের ৬ কোটি ডোজ টিকা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের সিনোফার্ম থেকে কেনা ছয় কোটি ডোজ করোনা টিকা আগামী নভেম্বরের মধ্যে দেশে পৌঁছবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

দেশের মাটিতে টিকা উৎপাদনের জন্য সোমবার (১৬ আগস্ট) সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, আগে যে দেড় কোটি টিকার চুক্তি ছিল তার সঙ্গে আরও ৬ কোটি মিলিয়ে মোট সাড়ে ৭ কোটি ডোজ টিকা চীন থেকে আনার চেষ্টা করা হচ্ছে। যেভাবে চীন বলেছে, নভেম্বরের মধ্যে বাকি ৬ কোটি ডোজ টিকা পৌঁছাবে।  

দেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনে চীনের সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ আরও অনেকে।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।

টিআর/এম. জামান
আর্কাইভ