• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ১০:৫০ এএম

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

তরিকুল ইসলাম সুমন

পদ্মা সেতুর পিলারে বার বার ফেরির ধাক্কা লাগার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে সিটি নিউজকে জানিয়েছেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি শিমুলিয়ায় অবস্থান করছেন। এ ঘটনা কেনো ঘটছে তা তিনি নিজে প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটি-এর এক কর্মকর্তা জানান, পদ্মায় এখন প্রবল স্রোত এবং সিল্টেশন। এ কারণে এ সময়ে ফেরি চলাচলে সমস্যা হয়ে থাকে। আবার কোনো চ্যানেল সরু হয়ে গেছে। প্রায় সময়েই ফেরির ড্রাইভাররা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিংবা ভাসিয়ে নিয়ে ফেলছে পিলারের উপরে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যাতে করে সেতুর পিলার ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে। প্রয়োজেনে বিকল্প ফেরি রুটও চালু করা হতে পারে। 

আমাদের প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারও ফেরির ধাক্কা লেগেছে। শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি কাকলি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

এর আগে সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।

তরিকুল/সবুজ/নির্জন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ