• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ভারত থেকে এলো অক্সিজেনের সপ্তম চালান

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ১২:৪৮ পিএম

ভারত থেকে এলো অক্সিজেনের সপ্তম চালান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’-এ দেশে এলো আরও ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। এটি দেশে আসা ভারতের সপ্তম চালান। বুধবার (১১ আগস্ট) ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের বরাত দিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, ভারত থেকে সপ্তম চালানে ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন বেনাপোল বন্দর পৌঁছেছে। এগুলো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ভারত থেকে সাত চালানে মোট ১ হাজার ৩৮৬ টন তরল অক্সিজেন বাংলাদেশে এলো।

জানা গেছে, ভারত থেকে গত ২৫ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছায়। গত ২৮ জুলাই এবং ৩০ জুলাই দ্বিতীয় ও তৃতীয় চালানে আরও ২০০ টন করে তরল মেডিকেল অক্সিজেন দেশে আসে। এরপর চতুর্থ, পঞ্চম ও যষ্ঠ চালানে ১, ৫ এবং ৯ আগস্ট দেশে আরও ২০০ টন করে তরল অক্সিজেন। সর্বশেষ সপ্তম চালানে ১৮৬ টন অক্সিজেন এলো।

তরিকুল/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ