• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিনোফার্মের আরও ৬১ হাজার ডোজ টিকা আসছে আজ

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ১০:০১ এএম

সিনোফার্মের আরও ৬১ হাজার ডোজ টিকা আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভ্যাক্সের আওতায় চীন থেকে আসছে সিনোফার্মের আরও ৬১ হাজার ডোজ টিকা। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একেটি বিমানে এ টিকা আসবে। ফ্লাইটটি বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বলে পররাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কোভ্যাক্সের আওতায় বৃহস্পতিবার সিনোফার্মের আরও ৬১ হাজার টিকা দেশে আসবে। এ ছাড়া শুক্রবার (১৩ আগস্ট) চীন সরকারের উপহারের ১০ লাখ এবং শনিবার (১৪ আগস্ট) চীন থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

এর আগে, মঙ্গলবার (১০ আগস্ট) ও বুধবার (১১ আগস্ট) সিনোফার্ম থেকে কোভ্যাক্সর আওতায় মোট ৩৪ লাখ ৬০১ ডোজ টিকা এসেছে।

গত সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।

সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, সিনোফার্ম থেকে সব মিলিয়ে ৭ কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হচ্ছে। এর মধ্যে দেড় কোটি ডোজের দাম ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি ছয় কোটি টিকা কেনার বিষয়টি বুধবার (১১ আগস্ট) অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ বিষয়ে কাজ চলছে।

তরিকুল/সবুজ/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ