পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ভারতের সঙ্গে বিমান যোগাযোগ চালু নিয়ে দুইপক্ষ সম্মত আছে এবং দ্রুতই এটি চালু হবে।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। কবে নাগাদ ফ্লাইট চলাচল শুরু হতে পারে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘১৬-১৭ আগস্টের আগে হবে বলে মনে হয় না।’
তিনি বলেন, ‘পর্যটক ছাড়া অন্যান্য ক্যাটাগরি যেমন—মেডিকেল, অফিশিয়াল ভিসা চালু করতে চাই। এ ছাড়া আমরা আরও বলে দেব, দূতাবাস যদি মনে করে কারও আসা দরকার, তবে সে বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করা হবে।’
সীমান্ত বন্ধের বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, ‘এটা আমরা আরও ১৪ দিন বাড়িয়ে ২৮ আগস্ট পর্যন্ত করেছি।’
তিনি বলেন, ‘তবে আমরা বলেছি, দ্বিতীয় ডোজ নেয়ার ১৪ দিন পার হয়ে গেলে টিকা গ্রহীতাকে কোয়ারেন্টিন ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে না।’
‘আমরা আরও সুপারিশ তৈরি করছি, সীমান্ত সম্পূর্ণ খুলে দেয়ার জন্য। ভারতে এখন কোভিড রোগী শনাক্তের হার কম আছে। কিন্তু আমাদের এখানে বেশি’ বলে তিনি জানান।
পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘যদি আমাদের এখানে হার কম হতো, তবে নমনীয় পন্থা অবলম্বন করতে আমাদের জন্য সুবিধা হতো।’