নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোর বিধিনিষেধের আওতায় ১৯ দিন বন্ধ ছিল গণপরিবহন। এরই মধ্যে সরকার বিধিনিষেধ শিথিল করেছে। যার কারণে আজ বুধবার (১১ আগস্ট) ভোর থেকে সারা দেশে শতভাগ যাত্রী নিয়ে চলতে শুরু করেছে গণপরিবহন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, বুধবার থেকে মোট পরিবহনের অর্ধেক চলাচল করবে। প্রতিটি জেলায় স্থানীয় প্রশাসন অর্ধেক বাস চলাচলের সংখ্যা ঠিক করবে, দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। দুই আসনে এক যাত্রী এবং ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিধানও থাকছে না। অর্থাৎ স্বাভাবিক সময়ের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন।
ফলে আবার আজ পুরোনো চেহারায় ফিরছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্টেশনগুলো। তবে মানতে হবে স্বাস্থবিধি। এ বিষয়ে বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার বা কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয়কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর উত্তরা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসে যাত্রী সংখ্যা অনেকটা কম দেখা গেছে। বাসস্টপগুলোতে অফিসগামী যাত্রী থাকলেও তাদের কোনো ধরনের হুড়োহুড়ি ছাড়াই বাসে চড়তে দেখা গেছে।
সকাল ৮টায় রাজধানীর ইসিবি চত্বরে দেখা যায়, মিরপুর থেকে উত্তরাগামী বাসের স্বাভাবিক চলাচল। তবে দিনের শুরুতে কোনো যানজট চোখে পড়েনি। এ ছাড়া রাজধানীর শাহজাদপুর, মগবাজার, ধানমন্ডি, শাহবাগেও দেখা গেছে কোনো হুড়োহুড়ি ছাড়াই অফিসগামীদের বাসে চড়তে।
এদিকে বিধিনিষেধ শিথিল হওয়ায় খুলতে শুরু করেছে দোকানপাট-শপিংমল। দীর্ঘ লকডাউন শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিসও। বুধবার সকালেই অফিসগামী মানুষের ব্যস্ততা দেখা গেছে।
এর আগে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলতে পারবেন ব্যবসায়ীরা। তবে খাবারের দোকান একটু বেশি সময় পাচ্ছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সচল থাকবে রেস্টুরেন্ট।
তবে এখন পর্যন্ত খুলে দেয়া হয়নি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও পর্যটনকেন্দ্র। এ ছাড়া জনসমাবেশ, সামাজিক ও ধর্মীয় আয়োজনে এখনো নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে সরকার। ঈদের পর ২৩ জুলাই শুরু হওয়া কঠোর বিধিনিষেধ গতকালই শেষ হয়েছে।
টিআর/সবুজ/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন