• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিনোফার্মের ১৭ লাখ ডোজ ঢাকায়

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৯:০৪ পিএম

সিনোফার্মের ১৭ লাখ ডোজ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ করোনা টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিকার এই চালান বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা এসেছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, বাংলাদেশ সময় ভোর ৫টা ২৫ মিনিটে রওনা হয়েছে টিকাবাহী ফ্লাইট।

এই চালানসহ পাঁচ দিনে চীন থেকে মোট প্রায় ৫৪ লাখ ৬১ হাজার ডোজ সিনোফার্মের টিকা আসবে বলে জানান মাওলা বক্স। তিনি বলেন, ‘কোভ্যাক্সের অধীনে বুধবার (১১ আগস্ট) আরও ১৭ লাখ ডোজ বৃহস্পতিবার ৬১ হাজার, শুক্রবার চীন সরকারের উপহারের ১০ লাখ এবং শনিবার কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী জানান, ১১ আগস্ট কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে আসবে।

১২ আগস্ট একই সুবিধায় ৬১ হাজার ২০০ ডোজ চীনের সিনোফার্মের টিকা, ১৩ আগস্ট ১০ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা উপহার হিসেবে বাংলাদেশে আসবে। ছাড়াও আগামী ১৪ আগস্ট কেনা ১০ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে আসার কথা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেডআই/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ