• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নানাই এখন পরীমনির নায়ক!

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৩:১১ পিএম

নানাই এখন পরীমনির নায়ক!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিনেমার পর্দায় প্রায়ই দেখা যায়, নায়িকার বিপদে এগিয়ে আসেন নায়ক। রাখেন জীবন বাজি। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। বর্তমানে র‌্যাবের অভিযানে গ্রেফতার ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির পাশে দাঁড়ায়নি কোনো নায়ক। 

ছোটবেলায় বাবা মনিরুল ইসলাম ও মা সালমাকে হারিয়েছেন পরীমনি। নেই তাদেরকেও পাশে পাবার আশা। যখন পরীর কেউ নেই তখন তার পাশে দাঁড়াতে ছুঁটে এলেন ১০৫ বছর বয়সী নানা শামসুল হক গাজী। 

সরেজমিনে দেখা যায়, মাদক মামলায় গ্রেফতার পরীমনিকে চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। দুপুর ১২টায় সেখানে পৌঁছান তার নানা শামসুল হক।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

১৯৯২ সালের অক্টোবরে নড়াইলে জন্ম নেয়া স্মৃতি (নায়িকা পরীমনি) খুব ছোটবেলায় মাকে হারান। ২০১২ সালে বাবাকেও হারান তিনি। পরে বড় হন নানার বাড়ি পিরোজপুরে। সেখান থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শেষে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন পরী। 

এরপর ছোট পর্দায় আবির্ভাব হয় তার, সঙ্গে চলে টিভি নাটকে অভিনয়। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। ২০১৫ সালে ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—প্রণয়ধর্মী ‘আরো ভালোবাসবো তোমায়’, লোককাহিনি নির্ভর ‘মহুয়া সুন্দরী’ এবং অ্যাকশনধর্মী ‘রক্ত’।

টিআর/সবুজ/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ