• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ফেরি জাহাঙ্গীরের মাস্টার-সুকানি সাময়িক বরখাস্ত

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০১:৪৮ পিএম

ফেরি জাহাঙ্গীরের মাস্টার-সুকানি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতুর পিলারে ফের আঘাত করায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভারপ্রাপ্ত মাস্টার মো. দেলোয়ারুল ইসলাম, সুকানি মো. আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১০ আগস্ট) অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে সাময়িক বরখাস্তকৃতদের ডিসিপিএম (ফ্লিট) দফতরে নিয়মিত হাজির থাকার জন্য বলা হয়েছে।

সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ধাক্কা খাওয়ার পর ফেরিতে থাকা একটি পণ্যবাহী ট্রাক অপর দুটি প্রাইভেট কারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেট কার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধাক্কা খাওয়ায় ফেরির তলায় ফাটল দেখা দিয়েছে। ফেরিটি এখন লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ২ নম্বর ফেরিঘাটে রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামের রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পর পরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করেছিল বিআইডব্লিউটিসি। 

তরিকুল/এএমকে
আর্কাইভ