• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১২:৩৮ পিএম

ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বেইজিং এয়ারপোর্ট থেকে মঙ্গলবার (১০ আগস্ট) স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট টিকা নিয়ে রওনা দিয়েছে ঢাকার পথে।  

মঙ্গলবার চীনা দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিকেলে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন , আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাত টার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে চীনের সিনোফার্মের ১৭ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে পৌছবে।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে। তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা আসছে চীন থেকে।

এ ছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহারও দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

তরিকুল/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ