• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দুদকের ভুয়া কর্মকর্তা আটক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৫:০২ পিএম

দুদকের ভুয়া কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে আটক করা হয়েছে। কখনো দুদকের সহকারী পরিচালক, কখনো সহকারী পরিদর্শক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন ইমতিয়াজ আহমেদ।

সোমবার ( আগস্ট) রাজধানীর সেগুনবাগিচা থেকে দেড় লাখ টাকার চেকসহ তাকে আটক করা হয়।

দুদকের উপসহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে একটি টিম বিভিন্ন ব্যক্তির নামে সম্পদের ভুয়া নোটিশ জাল আইডি কার্ডসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে দুদকের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে।

এর আগেও একাধিক সংঘবদ্ধচক্র বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের নামে কল্পিত অভিযোগ দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় বেশ কিছু প্রতারককে গ্রেফতার করে দুদক।

তরিকুল/এএমকে

আর্কাইভ