নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ অবজারভারের সাবেক ক্রীড়া প্রতিবেদক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সহযোগী অধ্যাপক কামরুন নাহার রুমা মারা গেছেন।
সোমবার (৯ আগস্ট) সকাল ৬টায় তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৩৯ বছর।
কামরুন নাহার রুমার পরিবার থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত বুধবার তাকে হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউতে এবং পরে বৃহস্পতিবার ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোমবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কামরুন নাহার রুমাকে তার গ্রামের বাড়ি নরসিংদীতে মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে স্বজনেরা জানিয়েছেন।
শামীম/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন