• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনে চলবে সব কিছু

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৮:২৭ পিএম

স্বাস্থ্যবিধি মেনে চলবে সব কিছু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে ১০ আগস্ট। এরই ধারাবাহিকতায় আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সব কিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার ( আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সময়ে খুলবে দোকান-শপিংমল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যা অনুযায়ী যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। তবে সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে।

শপিংমল দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সব ধরনের শিল্প-কলকারখানা খোলা থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। সবক্ষেত্রেই মাস্ক পরতে হবে। ছাড়াও স্বাস্থ্য অধিদফতরের জারিকৃত নির্দেশনা মানতে হবে এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।

প্রথমে জুলাই থেকে জারি করা বিধিনিষেধে রফতানিমুখী শিল্প-কারখানা ছাড়া সব কিছু বন্ধ ঘোষণা করা হয়। পরে ঈদুল আজহা উপলক্ষে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। সে সময় সব কিছুই শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়।

ঈদের পর ২৩ জুলাই থেকে আবারও বিধিনিষেধ জারি করা হয়। সে দফার বিধিনিষেধ চলাকালে পোশাক কারখানাসহ সব ধরনের শিল্প-কারখানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জরুরি সেবা, গণমাধ্যম খাদ্য উৎপাদনে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের গণপরিবহনও বন্ধ ছিল।

বিশেষ করে বাস, ট্রেন, লঞ্চ অভ্যন্তরীণ ফ্লাইট (বিদেশগামী যাত্রী পরিবহনের জন্য শর্তসাপেক্ষে তিনটি এয়ারলাইন্স ছাড়া) বন্ধ থাকবে। রাজধানী ঢাকা ছিল বিচ্ছিন্ন। জিরো টলারেন্সে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তরিকুল/এম. জামান

আর্কাইভ