• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:৩৬ পিএম

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

নাশকতার পরিকল্পনার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির সাইফুল ইসলাম ও তার স্ত্রীসহ দলটির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদেরকে আটক করা হয়। তারা উল্লাপাড়া উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে জামায়াত নেতা সাইফুলের বাসায় গোপন বৈঠক চলছিল। এ সময় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি হকিস্টিক ও জিহাদি বইসহ উপজেলা জামায়াতের সাবেক আমির ও তার স্ত্রীসহ আটজনকে আটক করা হয়।’

আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এএএম/এম. জামান
আর্কাইভ