• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত আরও ২১৪ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৬:৪৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত আরও ২১৪ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ আশঙ্কাজনকহারে বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। 

শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৪ জন। এর মধ্যে ঢাকাতেই ২১১ জন। আর ঢাকার বাইরে রয়েছেন তিনজন। এ নিয়ে বর্তমানে সর্বমোট এক হাজার ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৭২ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৩৮ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ১১৫ জন। 

একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৯৫ জন রোগী। পাশাপাশি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। 

আইইডিসিআর এখন পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গু জনিত কারণে বলে নিশ্চিত করেনি।

এ বিষয়ে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধ নিয়ে ব্যাপক ব্যস্ততার কারণে ডেঙ্গু সন্দেহে মৃতদের তথ্য-উপাত্ত নিয়ে পর্যালোচনা কমিটি এখনও সভা করতে পারেনি।

তিনি বলেন, একটি মৃত্যু পর্যালোচনা করতে বিশেষজ্ঞ কমিটির সদস্যদের সবাই বসে অনেক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখতে হয়। সর্বোপরি করোনার কারণে সভা হতে দেরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ডেঙ্গু মশার প্রকোপ কমাতে দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস নিজেরা সরেজমিন দৌড়-ঝাপ করছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে চলেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন বাসা-বাড়িতে অভিযান চালাচ্ছেন। ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংসে কাজ করছে মশক নিবারণ দফতর।

টিআর/নির্জন

আর্কাইভ