• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিবচরের স্পিডবোট দুর্ঘটনায় মামলা

প্রকাশিত: মে ৪, ২০২১, ১০:৪৭ এএম

শিবচরের স্পিডবোট দুর্ঘটনায় মামলা

রফিকুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের কাছে স্পিডবোট দুর্ঘটনায় একটি মামলা হয়েছে। সোমবার (৩ মে) রাতে কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।

দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির চালক শাহ আলম, মালিক চান্দু ও রেজাউল এবং ঘাটের ইজারাদার শাহ আলম খানসহ আরও কয়েকজনকে অজ্ঞাত করে মামলার আসামি করা হয়েছে।

মামলার সত্যতা নিশ্চিত করে কাঁঠালবাড়ী নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক বলেন, 'স্পিডবোটের দুর্ঘটনায় একটি মামলা হয়েছে। এসআই লোকমান হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।'

এদিকে দুর্ঘটনায় আহত স্পিডবোট চালক শাহ আলমকে পুলিশ প্রহরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোমবার সকালে মাদারীপুরের শিবচরে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে গিয়ে ডুবে যায় যাত্রীবাহী একটি স্পিডবোট। এ ঘটনায় ২৬ লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনার তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএএম/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ