সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (৩ মে) সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তেরকাঠি খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিষ দিয়ে শিকার করা ১৮-২০ কেজি চিংড়ি, সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ, একটি বিষের বোতল, জাল ও নৌকা জব্দ করা হয়।
আটককৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সরদারপাড়া এলাকার রাশেদুলের ছেলে ইসমাইল (২৫) ও ইসরাফিল (২২) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের হাকিম গাজীর ছেলে হোসাইন আহমেদ (২৪)।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহমেদ বলেন, 'নিয়মিত টহলের অংশ হিসেবে তেরকাঠি এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ওই তিন জেলেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বনাঞ্চলের জলাভূমিতে কীটনাশক প্রয়োগের অভিযোগে ৫৭/বিজি ২০২০-২১ মূলে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।'
এএএম/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন