• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী

প্রকাশিত: মে ৩, ২০২১, ১০:৫০ পিএম

সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক বাক প্রতিবন্ধী যুবতী। ১৮ বছরের ঐ যুবতী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত সৎ বাবা বাদল মিয়া (৫০) রয়েছে পলাতক।

ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের তিলচন্ডী এলাকায়। এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগীর মামা বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই যুবতী একজন বাকপ্রতিবন্ধী। তার মা পূর্বের স্বামীর সাথে তালাকপ্রাপ্ত হয়ে আগের সংসারের দুই কন্যাকে নিয়ে বাদল মিয়ার (৫০) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৬-৭ মাস আগে মায়ের অজান্তেই বাদল মিয়া ওই বাক প্রতিবন্ধী যুবতীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর ঘটনা কাউকে না জানানোর জন্য তাকে নানাভাবে ভয়ভীতি দেখায়।

এরপর থেকে বাদল মিয়া বিভিন্ন সময়ে ঐ যুবতী কন্যাকে ধর্ষণ করে আসছিল। গত ১৪ মার্চ দিবাগত রাত ১টার দিকে ছোট বোনের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় বাদল মিয়া ঐ যুবতীকে ধর্ষণের চেষ্টা চালায়। ঐ সময় দুই বোন চিৎকার শুরু করলে বাড়ির লোকজন জড়ো হয়। পরে ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা চালায় বাদল মিয়া। এর পর মা ও মামা মিলে ঐ যুবতীকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করলে সে ৪ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ ঘটনার পর যুবতীর সৎ বাবা ধর্ষক বাদল পালিয়ে যায়। পরে যুবতীর মামা বাদী হয়ে শনিবার অভিযুক্ত সৎ বাবা বাদলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা করেন। 

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ডব্লিউ এস/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ