• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

আরও এক সপ্তাহ বাড়ছে লকডাউন, শিথিল হবে বিধিনিষেধ

প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৬:২০ পিএম

আরও এক সপ্তাহ বাড়ছে লকডাউন, শিথিল হবে বিধিনিষেধ

তরিকুল ইসলাম সুমন

দেশে চলমান লকডাউন (বিধিনিষেধ) আগস্টের পরে আরও এক সপ্তাহ (-১২ আগস্ট) বাড়ানো হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। তবে সময়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করারও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আগস্টের পরও অন্তত আরও এক সপ্তাহের জন্য বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করলেও গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হবে না। বিষয়ে সারসংক্ষেপ তৈরি করা হচ্ছে। তবে এখনই নিশ্চিত করে কিছুই বলার সুযোগ নেই। সব কিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর।

ছাড়া বিধিনিষেধ শিথিলতার কারণে যাতে নানা অজুহাতে সাধারণের অবাধ চলাচল শুরু না হয়, মাস্ক পরতে বাধ্য করতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণে কড়াকড়ি আরোপের লক্ষ্যে মোবাইল কোর্টের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বিষয়ক প্রতারণা :

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বিষয়ক প্রতারণা বিষয়ে অভিযোগ এসেছে মন্ত্রিপরিষদ বিভাগে। বিষয়ে শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সূত্র জানায়, বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দর থেকেই সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। কিন্তু দেখা গেছে, রাজধানীর বিমানবন্দর থেকেই বিদেশফেরত যাত্রীদের নির্দিষ্ট হেটেলগুলোতে নিয়ে যায় হোটেল কর্তৃপক্ষ। সেখানে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তা না করে যাত্রীরা কাউন্টারে গিয়ে অনৈতিক লেনদেনের মাধ্যমে কোয়ারেন্টিনে না থেকেই বাড়ি চলে যাচ্ছেন।

উদাহরণ হিসেবে, একজন যাত্রী যদি ১৪ দিন হোটেলে থাকেন তবে তাকে ৫০ হাজার (আনুমানিক) টাকা বিল বাবদ পরিশোধ করতে হবে। তো তিনি কী করেন? ১৪ দিন হোটেলে না থেকে মোট টাকার কিছু অংশ পরিশোধ করে হোটেল থেকে চলে যাচ্ছেন।

এতে তার যেমন খরচ কম আবার পরিবারে সঙ্গে দ্রুত মিলিত হতে পারছেন। অপরদিকে হেটেলেরও লাভ। যাত্রী চলে যাওয়ায় এক দিকে কক্ষ খালি থাকায় তার রক্ষণাবেক্ষণ খরচও কমছে। ফলে হোটেল কর্তৃপক্ষের লাভ হচ্ছে দ্বিগুণ। এভাবেই তারা অনৈতিক সুবিধার বিনিময়ে নিজ নিজ ক্ষেত্রে লাভবান হচ্ছেন। এভাবে সরাসরি সরকারি নির্দেশনাকে অমান্য করা হচ্ছে। এই অভিযোগে উত্তরার দুটি হোটেলের বিরুদ্ধে গোয়েন্দা প্রতিবেদন এসেছে মন্ত্রিপরিষদ বিভাগে। বিষয়েই ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগে চিঠি দেয়া হচ্ছে।

তরিকুল/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ