প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৬:১৭ পিএম
সপ্তাহে এক কোটি করে
করোনার টিকা দেবে সরকার।
আর এতে দুই মাসের
মধ্যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হবে বলে
জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল
মোমেন।
শনিবার
(৩১ জুলাই) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে তিনি এ
কথা জানান।
মন্ত্রী
বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর
মিলে প্রতি সপ্তাহে এক কোটি টিকা
দেবে। আমাদের টিকার অভাব আর নেই।
সরবরাহ ঠিক আছে। সপ্তাহে
এক কোটি করে দিলে
দুই মাসে অর্ধেক জনগোষ্ঠীর
টিকা দেয়া হয়ে যাচ্ছে।
অনেক পণ্ডিত নেতিবাচক লোকেরা বলে পাঁচ-ছয়
বছর লাগবে। দুই মাসের মধ্যে
অর্ধেক হয়ে যাবে।'
মোমেন
বলেন, 'পৃথিবীর খুব কম দেশেই
এরকম অবস্থা আছে। আমাদের দেশে
অনেকই অনেক নেতিবাচক কথা
বলে কিন্তু কর্মদক্ষতা যে কত উপরে
ওঠেছে সেটা দেখে না।'
পররাষ্ট্রমন্ত্রী
বলেন, 'করোনা মোকাবিলায় প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে। নিজের জন্য,
আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর জন্য,
দেশের জন্য হলেও তাকে
সুরক্ষা নিতে হবে। প্রত্যেককে
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মাস্ক পরতে হবে।'
এ
সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোশাহিদ/সম্রাট/নির্জন