• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কাল-পরশু থেকে পাবেন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৫:১১ পিএম

কাল-পরশু থেকে পাবেন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে অনেকেই অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। আগামী দুই একদিনের মধ্যে তাদের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে তিনি কথা জানান। 

মন্ত্রী বলেন, 'জাপানের কাছ থেকে টিকা প্রাপ্তির ফলে দ্বিতীয় ডোজের চিন্তা দূর হলো। আমরা কাল-পরশু থেকেই দ্বিতীয় ডোজ দেয়া শুরু করবো।'

জাপানের কাছ থেকে আসা এই টিকার গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে জাহিদ মালেক বলেন, 'কারণ, আমাদের দেশে ১৫-১৬ লাখ লোক অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। আমি মনে করি সেই অপেক্ষা দূর হলো। আমরা কাল-পরশু থেকেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যারা পায়নি তাদের দেয়া শুরু করবো।'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমরা আজকে লাখ ৮০ হাজার ডোজ পেয়েছি। কিছুদিন আগে লাখের বেশি পেয়েছি। সবমিলিয়ে ১০ লাখের বেশি পেয়েছি জাপান সরকারের কাছ থেকে। আগস্ট মাসে আরও লাখের বেশি টিকা আসবে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখের বেশি টিকা আমরা পাবো।'

সম্রাট/নূর/নির্জন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ