• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার রুটে তিন ঘণ্টা পর ফেরি চালু

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৪:৫৪ পিএম

শিমুলিয়া-বাংলাবাজার রুটে তিন ঘণ্টা পর ফেরি চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আবহাওয়া স্বাভাবিক হলে বন্ধের তিন ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে ফেরি চলাচল শুরু করে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে নদীতে তীব্র স্রোত প্রবল বাতাসে সকাল থেকে থেমে থেমে ফেরি চলাচল করছিল। দুপুরে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখার পর আবারও সচল করা হয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এই সহকারী ব্যবস্থাপক আরও জানান, বর্তমানে নৌরুটে চারটি রোরো তিনটি মিডিয়াম ফেরি চলাচল করছে। ফেরি বন্ধের সময় শিমুলিয়া ঘাটে বাংলাবাজার আটকে পড়া সাড়ে ছয় শতাধিক যানবাহনকে পর্যায়ক্রমে এখন পারপার করা হবে।

সম্রাট/নূর/নির্জন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ