• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিধিনিষেধে ঢাকার সড়ক ফাঁকা

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০৫:৫১ পিএম

বিধিনিষেধে ঢাকার সড়ক ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধের কারণে রাস্তায় কমেছে মানুষের পরিমাণ। রাজধানী ঢাকার সড়কগুলোতে পুলিশের তৎপরতায় মানুষের অবাধ বিচরণ কমেছে। বিধিনিষেধের চতুর্থ দিন সোমবার (২৬ জুলাই) সকাল থেকেই রিকশা প্রাইভেট কারও তুলনামূলক কম দেখা গেছে। যে কারণে দিন রাজধানীর বিভিন্ন সড়ক ছিল অনেকটাই ফাঁকা।

সরেজমিন রামপুরা, বাড্ডা, গুলশানসহ আশপাশের বিভিন্ন সড়কে দেখা গেছে, সকাল থেকেই এসব এলাকায় মানুষের উপস্থিতি ছিল কম। মোটরসাইকেল, রিকশা কিছু প্রাইভেট কার ছাড়া সড়কগুলোতে অন্য কোনো যানবাহন তেমন একটা চোখে পড়েনি। অলিগলিতে মানুষ থাকলেও মূল সড়কগুলোতে দেখা মেলেনি খুব একটা মানুষের।

গুলশান লিংক রোডের পথচারী নিয়াজ মাহমুদ বলেন, ‘আমি মিরপুর থেকে রিকশায় ভেঙে ভেঙে গুলশান পর্যন্ত এসেছি। পুরো সড়কেই মানুষের উপস্থিতি নেই, গাড়িও নেই তেমন। খবরে দেখেছি ঈদের সময় যেসব মানুষ ঢাকা ছেড়েছেন তাদের বড় একটি অংশ এখনও ফিরে আসেনি। তাই রাজধানী এখনও ফাঁকা।

মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর সংখ্যা বিশ্লেষণ করে জানা গেছে, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই সাড়ে ১২ লাখের বেশি মানুষ রাজধানীতে ফিরেছেন। ঢাকা ছেড়েছেন লাখের বেশি মানুষ। ছাড়া ঈদ উপলক্ষে গত দিনে ঢাকায় প্রবেশ করেছে ২১ লাখ মানুষ এবং ঢাকা ছেড়েছেন এক কোটিরও বেশি মানুষ।

রামপুরা এলাকায় রিকশাচালক হাফিজুল ইসলাম বলেন, ‘ঈদে বাড়ি যাওয়ার পর বেশির ভাগ মানুষ ঢাকায় ফিরে আসেনি। তাই ঢাকা এখনও ফাঁকা। রাস্তায় মানুষ নেই, গাড়ি নেই। ফলে ট্রিপও পাচ্ছি না। এর মধ্যে চলছে বিধিনিষিধ। তাই কোথাও মানুষের ভিড় চোখে পড়ছে না।

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন রোববার (২৫ জুলাই) অযথা বাইরে বের হওয়ায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫৮৭ জনকে গ্রেফতার করেছে। দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) গ্রেফতার হয়েছে ৩৮৩ জন। আর প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) বিধিনিষেধ অমান্য করায় ৪০৩ জনকে গ্রেফতার করে ডিএমপি।

ডব্লিউএস/সবুজ/এম. জামান

আর্কাইভ