• ঢাকা শুক্রবার
    ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফরিদপুরে ফসলি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০২:৪৩ পিএম

ফরিদপুরে ফসলি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে গার্মেন্টস কর্মী মাহাবুর মোল্লা(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত  রাতে নগরকান্দা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।‌ নিহত মাহাবুর মোল্লা দহিসারা গ্রামের সাইফুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার মাহাবুর বাড়ি থেকে বের হয়। রাতে আর ফিরে না আসায় তারা ভেবেছিলেন, হয়তো কোথাও গেছে। বৃহস্পতিবার রাতে প্রতিবেশী লোকমান সরদার ফসলি জমিতে ঘাসের ভেতর মাহাবুরের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। নিহত মাহবুব ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। তিন চার মাস পর পর তিনি বাড়িতে আসতেন। মাদকের নেশায় আসক্ত ছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফর আলী জানান, ফসলি জমিতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আর্কাইভ